promotional_ad

সেরা পাঁচে মাহমুদুল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সদ্য শেষ হওয়া যুব এশিয়া কাপে ব্যাট হাতে দারুণ ঝলক দেখিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। ২ ম্যাচে ৬৩.৫০ গড়ে ১২৭ রান সংগ্রহ করেন তিনি। টুর্নামেন্ট শেষে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় তাঁর অবস্থান তিন নম্বরে। 


১৮ বছর বয়সী মাহমুদুল যুব এশিয়া কাপে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলেন ১২৬ রানের একটি দুর্দান্ত ইনিংস। তবে ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে এক রান করে আউট হতে হয় তাঁকে। 



promotional_ad

তালিকার শীর্ষে আছেন ভারতের ডানহাতি ব্যাটসম্যান অর্জুন আজাদ। ৩ ম্যাচে এক সেঞ্চুরিসহ ১৪২ রান সংগ্রহ করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ৪৭.৩৩। পাকিস্তানের বিপক্ষে ১২১ রান করেন ১৮ বছর বয়সী এই তরুণ। 


দুই নম্বর স্থানটি দখলে রেখেছেন পাকিস্তানের রোহেইল নাজির। ভারত যুবাদের বিপক্ষে ১১৭ রানের ইনিংস খেলা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ২ ম্যাচে ৬৬.৫০ গড়ে ১৩৩ রান সংগ্রহ করেছেন। 


শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় চার এবং পাঁচ নম্বরে আছেন যথাক্রমে ভারতের বাঁহাতি ব্যাটসম্যান তিলক ভার্মা এবং শাশওয়াত রাওত। ১৬ বছর বয়সী ভার্মা ৩ ম্যাচে ৩৭.৬৬ গড়ে ১১৩ রান করেছেন। তাঁর নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি। বাঁহাতি ব্যাটসম্যান রাওত ৩ ম্যাচে ২২ গড়ে করেছেন ৬৬ রান।   



শীর্ষ পাঁচ উইকেট শিকারির তালিকায় নেই কোনো বাংলাদেশি। ৩ ম্যাচে ২.৯৬ ইকোনমিতে ১২ উইকেট নিয়ে সবার উপরে ভারতের অথার্ভা আনকোলেকার। ৩ ম্যাচে ৮ উইকট নিয়ে দুই নম্বরে আছেন তাঁরই সতীর্থ সুশান্ত মিশরা। 


তিন এবং চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের দুই বোলার নূর আহমেদ ও শফিকউল্লাহ গাফারি। ২ ম্যাচে ৬টি উইকেট পেয়েছেন নূর। অপরদিকে গাফারি সমান সংখ্যক ম্যাচে নিয়েছেন ৫টি উইকেট। পাকিস্তান যুব দলের ডানহাতি পেসার আব্বাস আফ্রিদিও ৫টি উইকেট শিকার করেছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball