টেস্টই বুমরাহর আত্মবিশ্বাসের খোরাক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বোলিং আরো ক্ষুরধার করার মিশনে নেমেছেন ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘায়েল করার লক্ষ্যে আউট সুইংয়ের ওপর বেশি জোর দিচ্ছেন তিনি।
গত ওয়েস্ট ইন্ডিজ সফরে রীতিমতো বিধ্বংসী ছিলেন বুমরাহ। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে এক উইকেট নেয়া এই পেসার দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট তুলে নেন।

এরপর দ্বিতীয় টেস্টে আরো ধ্বংসাত্মক রূপ দেখান বুমরাহ। মাত্র ২৭ রান খরচায় ৬ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। এবার বোলিংয়ের ধার আরও বাড়াতে কাজ করে যাচ্ছেন ২৫ বছর বয়সী বুমরাহ। এর জন্য টেস্ট খেলার বিকল্প দেখছেন না তিনি।
বুমরাহ বলেন, ‘আমার সব সময়ই আউটসুইং ছিল। তবে আমি সেটি খুব বেশি ব্যবহার করতাম না। তবে ইংল্যান্ডে খেলার মাধ্যমে আমি অনেক আত্মবিশ্বাস অর্জন করেছি। কারণ সেখানে আমি ডিউক বলে খেলতাম। আর এই বল দীর্ঘ সময় ধরে সুইং করে। আমি যত বেশি টেস্ট খেলবো তত বেশি আত্মবিশ্বাস অর্জন করতে পারব।’
বুমরাহ আরো বলেন, ‘সাদা বলের ক্রিকেটে দীর্ঘ সময় ধরে বল খুব বেশি সুইং করে না। তাই আপনাকে ডেলিভারি বুঝতে হবে প্রতিবার। আমি এটি (আউট সুইং) নিয়ে কাজ করছিলাম দীর্ঘদিন থেকে। আমি ইংল্যান্ডে কাউন্টি দলগুলোর বিপক্ষে খেলার সময় এটি ব্যবহার করেছি। তবে আপনি প্রতি ম্যাচেই সবকিছু ব্যবহার করতে পারবেন না। কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ঐ দিনটিতে আপনি খেলতে পারেন।’
এখন পর্যন্ত ১২টেস্টে ১৯.২৪ গড়ে ৬২ উইকেট শিকার করেছেন বুমরাহ। যেখানে ৫ উইকেট নিয়েছেন ৫ বার। এ ছাড়া ৫৮ ওয়ানডেতে ১০৩ উইকেটের মালিক এই ডানহাতি পেসার। ওয়ানডেতে তাঁর বোলিং ইকোনমি ৪.৪৯।