সাজঘরে ফিরলেন সাব্বির-মুশফিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বিসিবি একাদশঃ ১১০/৪, ওভার- ১৫.৩আফিফ ২*, ইয়াসির আলী ০*; শেন উইলিয়ামস ৩/১৮
সাজঘরে সাব্বির-মুশফিকঃ প্রস্তুতিটা ভালো হয়নি বললেই চলে মুশফিকুর রহিমের। ২৬ বলে ২৬ রানের ইনিংস খেলতে পেরেছেন তিনি। যেখানে দুটি চার মেরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

শেন উইলিয়ামসনের বলে কট এন্ড বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।সাব্বিরও ফিরে গেছেন ৩১ বলে ৩০ রানের ইনিংস খেলে। বর্তমানে উইকেটে আছেন আফিফ হোসেন এবং ইয়াসির আলী চৌধুরী।
ব্যাটিংয়ে মুশফিকঃ প্রস্তুতি ম্যাচের দলে ছিলেন না বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবুও নিজেকে ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। ঝড় তোলা নাঈম শেখের পর ব্যাট হাতে নেমেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
ইতোমধ্যে নামের পাশে ১০ রান যোগ করেছেন তিনি। তাঁর সঙ্গে উইকেটে আছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার সাব্বির রহমান। তিনিও ব্যাট করছেন ১০ রানে।
উইকেটের পতনঃ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুত ম্যাচ খেলছে বিসিবি একাদশ এবং জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে বিসিবি একাদশ।
ইতোমধ্যে ওপেনার সাইফ হাসানের উইকেট হারিয়েছে বিসিবি একাদশ। ১৯ বলে ২১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন তিনি। তাঁর বিদায়ে নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন সাব্বির রহমান।
এদিকে ব্যাট হাতে ফতুল্লায় ঝড় তুলেছেন নাঈম শেখ। ১৩ বলে ২৩ রান নিয়ে উইকেটে আছেন তিনি।