ভালোই হয়েছে, কোচ সবচেয়ে খারাপটা দেখে ফেলেছেঃ সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
স্টিভ রোডস বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল বাংলাদেশ। সেই সিরিজে ৪৩ রানে অল আউট হওয়ার লজ্জায়ও পড়েছিল টাইগাররা।
রোডসের মতো নবনিযুক্ত কোচ রাসেল ডমিঙ্গোর প্রথম অ্যাসাইনমেন্টেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হেরে বসেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য এর মধ্যে থেকে ইতিবাচক কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করেছেন।

তার মতে, দুই কোচই বাংলাদেশ দলের সব থেকে খারাপ বিষয়টা প্রথমে দেখে ফেলেছে। সাকিব মনে করছেন, একজন কোচের কাছে আগে ভাগে ভুলগুলো ধরা পরলে দ্রুত সেগুলো শুধরে ফেলা সম্ভব।
আফগানিস্তানের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের এই অধিনায়ক। এই হার থেকে শিক্ষা নিয়েই সামনের সিরিজগুলোতে ভালো কিছু করার লক্ষ্য স্থির করতে চায় টাইগাররা।
সাকিব বলেন, নতুন কোচ যেই আসে তার কপালটার শুরু মনে হয় এমনই হয়। স্টিভ রোডস যখন এসেছিল তখন আমরা ৪৩ রানে অলআউট হয়ে গিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজে।
এক দিক থেকে ভালো ওদের জন্য যে সবথেকে খারাপ বিষয়টি ওরা দেখেই ফেলে প্রথমে। এর থেকে খারাপ হওয়ার সুযোগ থাকে না। এরপর থেকে হয়তো ওদের উন্নতি দেখা যাবে। এদিক থেকে এটা ভালো দিক।'