আবুধাবির অনুশীলনই বদলে দিয়েছে আফগানিস্তানকে
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ সফরের আগে আবুধাবিতে অনুশীলন ক্যাম্প করেছে আফগানিস্তান। এই অনুশীলনের কারণেই বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পেয়েছে তারা, এমনটা মনে করছেন আফগান অধিনায়ক রশিদ খান।
'ছেলেদের কৃতিত্ব দিতেই হবে। আমাদের সাপোর্টিং স্টাফদেরও ধন্যবাদ। আবুধাবিতে আমরা অনেক গরমের মধ্যে অনুশীলন করেছি। সেখানে অনেক গরম ছিল। ৪৭ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল। এখানে এসে তুলনামুলক কম গরম পেয়েছি।' ম্যাচ শেষে বলেছেন রশিদ।

বাংলাদেশের সিরিজের প্রস্তুতি হিসেবে আবুধাবির আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বেশ কয়েকদিনের অনুশীলন ক্যাম্প করেছিল আফগানিস্তান। বাংলাদেশের গরম যেন তাদের সমস্যা না করে, এজন্যই অনুশীলন ক্যাম্প করে নবি-রশিদরা।
২২৪ রানের বিশাল জয় পাওয়ার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে ভুল করেননি রশিদ।
'এটাকে পুরোপুরি দলীয় নৈপুণ্যই বলতে হবে। তরুণরা বেশ দ্রুত শিখছে। আমাদের দেশে চারদিনের ক্রিকেট কাঠামো বেশ শক্ত। এজন্য আমাদের বোর্ডকেও ধন্যবাদ।'
এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন মোহাম্মদ নবি। নিজের ম্যাচসেরার পুরস্কারটি নবিকে উৎসর্গ করেছেন রশিদ।
রশিদ বলেন, 'নবি আমাদের কিংবদন্তি ক্রিকেটার। এটা তাঁর শেষ ম্যাচ ছিল। সে আমাকে এবং বাকিদের বল হাতে অনেক সাহায্য করেছে। তাঁকে আমি সাধুবাদ জানাই। আমার ম্যাচসেরার পুরস্কার তাঁর জন্য উৎসর্গ করতে চাই।'