ভারত বধের জন্য ভারতীয় কোচ নিয়োগ দ.আফ্রিকার

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
অক্টোবরের শুরুতেই ভারতের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজকে সামনে রেখে ভারতের মুম্বাইয়ের সাবেক ব্যাটসম্যান অমল মজুমদারকে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
সিএসএ'র ক্রিকেট পরিচালক কোরি ভ্যান জিল গণমাধ্যমকে বলেছেন, 'অমল আমাদের জন্য ঠিক আছে। ভারতের কন্ডিশন সম্পর্কে সে জানে যা সে এখানে ব্যবহার করতে পারবে। আমাদের ব্যাটসম্যানদের সামনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা সে বলতে পারবে।

সে এরই মধ্যে এইডেন মার্করাম, টেম্বা বাভুমা এবং জুবায়ের হামজার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলেছে। স্পিন বোলিং ক্যাম্পেও সে আমাদের সাহায্য করে যাচ্ছে।'
প্রায় ২০ বছর মুম্বাইয়ের হয়ে খেলেছেন অমল। মুম্বাইয়ের ঘরোয়া ক্রিকেটে ৪৮.১৩ গড়ে ১১ হাজার ১৬৭ রান করেছেন তিনি। দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বসিত ৪৪ বছর বয়সী অমল।
'ক্রিকেটের ডাকে আমি সবসময় সাড়া দিব। ২৫ বছর আমার ক্রীড়া জীবন চালিয়ে গিয়েছি। বাকি ২৫ বছর আমি ভালো ক্রিকেটার বের করে আনব। কোচিং ক্যারিয়ারের এমন অধ্যায় আমার জন্য দারুণ।'
কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম নন অমল। ভারতের অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলকে কোচিং করিয়েছেন তিনি। এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ হিসেবেও নিয়োজিত ছিলেন তিনি।