promotional_ad

রুটদের অস্বস্তিতে রাখলেন হ্যাজেলউড

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ম্যানচেষ্টারে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেটে ২০০ রান। অস্ট্রেলিয়া থেকে এখনও ২৯৭ রানে পিছিয়ে আছে জো রুটের দল।


এই দিনের শুরুই হয়েছে বৃষ্টি দিয়ে। একটানা বৃষ্টি এবং শেষ বিকেলে আলোর সল্পতার কারণে খেলা গড়িয়েছে মাত্র ৬৪ ওভার। ওপেনার ররি বার্ন্স এবং অধিনায়ক জো রুটের ব্যাটিংয়ে দিনটি হয়তো নিজেদের করে নিতে পারতো ইংলিশরা। কিন্তু তাতে বাঁধা দিয়েছেন জশ হ্যাজেলউড।


অজি এই পেসার এ দিন চারটি উইকেটই তুলে নিয়েছেন ইংলিশদের। আগের দিন এক উইকেটে ২৩ রান নিয়ে দিন শেষ করা ইংল্যান্ড এ দিনের শুরুতে ক্রেইগ ওভারটনকে (৫) হারায়।



promotional_ad

তাঁর ক্যাচটি লুফে নেন স্মিথ। এরপর ১৪১ রানের জুটি গড়েন বার্ন্স-রুট। ১৮৫ বলে ৮১ রান করা বার্ন্সের ক্যাচটিও লুফে নেন স্মিথ। এর কিছুক্ষণ পর রুটকেও বিদায় করেন হ্যাজেলউড।


ইংলিশ দলপতিকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। রুটের ব্যাটে আসে ৭১ রান। দলীয় ১৯৬ রানে ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে নামা জেসন রয়কে হারায় ইংল্যান্ড।


২২ রানে থাকা রয়কে বোল্ড করেন ডানহাতি পেসার হ্যাজেলউড। দিনশেষে ইংল্যান্ডের উইকেট পাহারায় আছেন হেডিংলি টেস্টের মহানায়ক বেন স্টোকস (৭*) এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো (২*)।


স্টিভ স্মিথের ডাবল সেঞ্চুরি এবং মারনার ল্যাবুশেন, টিম পেইন ও মিচেল স্টার্কের হাফ সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৭ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। অ্যাশেজ সিরিজ বর্তমানে ১-১ সমতায় আছে। 



সংক্ষিপ্ত স্কোরঃ


অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৪৯৭/৮ (১২৬ ওভার) (ডিক্লে) (স্মিথ- ২১১, ল্যাবুশানে-৬৭; ব্রড-৩/৯৭, লিচ-২/৮৩)


ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২০০/৫ (৭৪ ওভার) (বার্ন্স-৮১, রুট ৭১; কামিন্স-১/৩৭, হ্যাজেলউড-৪/৪৮) 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball