ইনিংসের শুরুতে বিপর্যয়ে বাংলাদেশের মেয়েরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ নারী দলঃ ২৪/২, ওভার- ৬
নিগার ১*, সালমা ০*; গার্থ ১/১১, ম্যাকমাহান ১/২

আয়ারল্যান্ড নারী দলঃ ৮৫ অলআউট, ওভার- ২০
ডেলানি ২৫, রিচার্ডসন ২৫; ফাহিমা ৩/১৮, সালমা ১/১০
দুই ওপেনারের বিদায়ঃ আয়ারল্যান্ডের দেয়া ৮৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ নারী দল। ওপেনার মুরশিদা খাতুনকে ১৩ রানে ফিরে যেতে হয় সাজঘরে।
তাঁকে ড্রেসিংরুমে ফেরান গার্থ। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন নিগার সুলতানা। আরেক ওপেনার আয়েশা রহমানও ফিরে যান মাত্র ৭ রান তুলতেই। পাওয়ার প্লে'তে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশের মেয়েরা।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করেছিল আইরিশরা।