promotional_ad

মিসবাহর সঙ্গে রসিকতা শোয়েবের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বড় দুটি দায়িত্ব দেয়া হয়েছে মিসবাহ উল হককে। একইসঙ্গে দেশটির প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন তিনি।


মিসবাহকে পাকিস্তানের বড় দুটি দায়িত্ব দেয়ায় রসিকতা করেছেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। এক টুইটার বার্তায় তিনি লিখেন, 'মিসবাহকে সাধুবাদ জানাই। একইসঙ্গে দুটি বড় দায়িত্ব পাওয়ার জন্য। সে একাধারে প্রধান কোচ এবং প্রধান নির্বাচক।



promotional_ad

আমি অবাক হচ্ছি কেন তাকে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হল না। হাহাহা। আমি মজা করেই বলছি। আশা করছি, সে আগের মতই দারুণ কাজ করবে।'


গত বুধবার (৪ সেপ্টেম্বর) একইসঙ্গে বড় দুটি দায়িত্ব অর্পণ করা হয়েছে মিসবাহকে। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে দলের সঙ্গে কাজ শুরু করবেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।


দায়িত্ব পেয়ে সংবাদমাধ্যমে মিসবাহ বলেন, ‘পাকিস্তানের কোচের মতো সম্মানিত জায়গায় নিজের নাম দেখতে পারা সত্যিই আনন্দের। নিজেকে ভাগ্যবান মনে করছি। এটা আমার জন্য অনেক সম্মানের এবং একই সঙ্গে বড় একটি দায়িত্ব। কারণ আমরা ক্রিকেটে বাঁচি, ক্রিকেটেই নিঃশ্বাস নেই।’



প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করার পাশাপাশি পাকিস্তানের ছয়টি ফার্স্ট-ক্লাস ক্রিকেট অ্যাসোসিয়েশনের হেড কোচদের নিয়ে গঠিত নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন মিসবাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball