আয়ারল্যান্ডের বিপক্ষে জয়টি রশিদদের অনুপ্রেরণা
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট ক্রিকেটে নিজেদের অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে আফগানিস্তান। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছে রশিদ খানের দল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়া অনুপ্রাণিত করবে রশিদদের, বলেছেন আফগান অধিনায়ক নিজেই।
'আপনি ছোট দলের বিপক্ষে জয় পান অথবা বড় দলের বিপক্ষে জয় পান, সেটা সবসময়ই অনুপ্রাণিত করবে ও শক্তি যোগাবে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে আমরা আত্মবিশ্বাস খুঁজে পেয়েছি। আমরা সেই ম্যাচে তিন বিভাগে ভালো করেই জিতেছি, যা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।' চট্টগ্রামে বলেছেন রশিদ।

ভারতের বিপক্ষে ইনিংস এবং ২৬২ রানের বিশাল ব্যবধানে হেরেছিল আফগানরা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ উইকেটের ব্যবধানে হারায় রশিদরা।
বাংলাদেশের বিপক্ষে জয় পেতেও আশাবাদী রশিদ। যদিও অভিজ্ঞতায় পিছিয়ে থাকার বিষয়টি পরিষ্কারভাবেই স্বীকার করেছেন ২০ বছর বয়সী এই তারকা লেগস্পিনার। বাংলাদেশকে ঘায়েল করতে চান স্পিন আক্রমণ দিয়ে।
রশিদ বলেন, 'বাংলাদেশ, ভারতে খেলতে হলে আপনি অবশ্যই স্পিনারদের ওপর ভরসা করবেন। এই উইকেটগুলো স্পিন উপযোগী। স্পিনাররাই এখানে ভালো করে। আমরা স্কটল্যান্ডের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলেছি।
আয়ারল্যান্ড, ভারতের বিপক্ষে দুটো টেস্ট ম্যাচও খেলেছি। আমাদের কিছুটা অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশ অবশ্যই অভিজ্ঞতার দিক থেকে ভালো অবস্থানে আছে। তারা ১৫০টির বেশি টেস্ট খেলেছে। এই ফরম্যাটে আমরা নতুন। আমরা শুধু নিজেদের প্রতিভার পরিচয় দিতে চাই।'