চেনা মাঠে স্বরূপে ফেরার প্রত্যয় নাঈমের

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ। চট্টগ্রামে বেড়ে ওঠা ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের হয়ে এই ম্যাচে খেলতে পারেন ডান হাতি অফস্পিনার নাঈম হাসান। চেনা কন্ডিশনে রশিদ খানের দলের বিপক্ষে জ্বলে উঠতে চান ১৮ বছর বয়সী এই স্পিনার।
মিডিয়াকে নাঈম বলেন, 'চট্টগ্রামে খেলতে গেলে চিন্তা করি কীভাবে নিজের মতো খেলতে পারি। আমি যেভাবে খেলি সেভাবেই খেলার চেষ্টা করি এবং নিজে শতভাগ দেয়ার চেষ্টা করি।'

উদীয়মান এই স্পিনারের ক্রিকেটে হাতেখড়ি হয়েছে চট্টগ্রামে। সেখান থেকেই বয়সভিত্তিক দলগুলোতে খেলে জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।
'আসলে আমি ব্রাদার্স একাডেমিতে অনুশীলন করতাম আমার স্যারের কাছে। ছোটবেলা থেকেই অনুশীলন করতাম। যখন আমি বয়সভিত্তিক দলে ছিলাম অনূর্ধ্ব-১৪ খেলেছিলাম প্রথম।
জেলাভিত্তিক ক্রিকেটে খেললাম, এরপর বিভাগীয় ক্রিকেটে ডাক পেলাম। যদিও সেবার খেলা হয়নি বিভাগীয় পর্যায়ে। এরপরের বছর আবার বিভাগীয় ক্রিকেটে খেললাম। এরপর অনূর্ধ্ব- ১৫, ১৭ এভাবে করে আসলাম।'
গত একযুগ ধরে বাংলাদেশ দলে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করছেন ওপেনার তামিম ইকবাল। কিন্তু এবারের সফরে তিনি ছুটিতে থাকায় 'চট্টগ্রামের স্থানীয়' তকমা এখন নাঈমের গায়ে।
'তামিম ভাই বিশ্রাম নিচ্ছে, ছুটি নিয়েছে। উনি দলেই আছেন ধরতে গেলে। চট্টগ্রামের ছেলে বলে ওইরকম কিছু হয় না, তবে খেলতে নামলে কিছুটা ভালো লাগে।' আরও বলেছেন নাঈম।