ব্যাটে-বলে দুটি বিরল রেকর্ডে ইশান্ত
ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান জ্যামাইকা টেস্টে ব্যাট হাতে এবং বল হাতে পৃথক দুটি রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন ভারতের পেসার ইশান্ত শর্মা। বল হাতে একটি রেকর্ডে স্বদেশী কিংবদন্তি কপিল দেবকে ছাড়িয়ে গিয়েছেন। ব্যাট হাতে আরেকটি রেকর্ডে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার পাশে।
বিদেশের মাটিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করা পেসার এখন ইশান্ত। বিদেশে ৪৬ টেস্ট খেলে ডানহাতি পেসার ইশান্ত নিয়েছেন ৩৩.২ গড়ে ১৫৭টি উইকেট।

৪৫ টেস্টে ৩০.৮ গড়ে ১৫৫টি উইকেট নিয়েছিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো কপিল। ভারতের আরেক বিশ্বকাপজয়ী পেসার জহির খান আছেন এই তালিকার তৃতীয়তে। বিদেশে ৩৮ টেস্টে ৩১.৩ গড়ে ১৪৭টি উইকেট নিয়েছিলেন জহির।
৩১ বছর বয়সী ইশান্ত জ্যামাইকা টেস্টে প্রথমবারের মতো হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। ৮০ বলে ৫৭ রান করে ভারতকে ৪১৬ রানের বড় সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
ইশান্তের এই হাফ সেঞ্চুরি এসেছে ১২৫তম ইনিংসে। অজি পেসার ম্যাকগ্রাও তাঁর ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি পেয়েছিলেন ১২৫তম ইনিংসেই। এই তালিকায় ম্যাকগ্রার পাশে নাম লেখালেন ইশান্ত।
অবশ্য টেস্টে সবচেয়ে বেশি ইনিংস খেলে হাফ সেঞ্চুরি পাওয়া ক্রিকেটার ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। তাঁর লেগেছে ১৩০ টি ইনিংস। ইশান্তের প্রশংসা করেছে প্রথম ইনিংসে ভারতের হয়ে সেঞ্চুরি হাঁকানো হানুমা বিহারী।
বিহারী বলেন, ‘খুবই খুশি যে সেঞ্চুরি করতে পেরেছি এবং এর বড় কৃতিত্ব অবশ্যই ইশান্তের। তাকে আমার চেয়ে ভালো ব্যাটসম্যান মনে হচ্ছিল। প্রত্যেক বোলারের ব্যাপারে যেভাবে বিশ্লেষণ করছিল আমার সঙ্গে, তা সত্যিই ব্যাটসম্যানদের মত ছিল।’