জ্যামাইকাতেও শাসন চালিয়ে যাচ্ছে ভারত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৬৮ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। ম্যাচের অবশিষ্ট দুই দিনের মধ্যে ক্যারিবিয়ানদের করতে হবে আরও ৪২৩ রান, হাতে আছে আট উইকেট।
ম্যাচের চতুর্থ দিন শুরু করবেন শামারহ ব্রুকস (৪*) এবং ড্যারেন ব্রাভো (১৮*)। ম্যাচের প্রথম ইনিংসটাই পিছিয়ে দিয়েছে জেসন হোল্ডারের দলকে। ভারতের করা ৪১৬ রানের পর নিজেদের প্রথম ইনিংসে জাসপ্রিত বুমরাহর তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

তাদের ১১৭ রানে অলআউট করতে বড় অবদান রাখেন বুমরাহ। হ্যাটট্রিকসহ ২৬ রান দিয়ে ছয় উইকেট তুলে নেন। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ভারত সংগ্রহ করে চার উইকেটে ১৬৮।
তারপরই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক বিরাট কোহলি। এ দিনও রান পেয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান হানুমা বিহারী। দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি (৫৩*)। তাছাড়া ৬৪ রানে অপরাজিত ছিলেন অজিঙ্কা রাহানে।
১০ ওভারে ২৮ রান খরচায় তিনটি উইকেট তুলে নেন কেমার রোচ। তৃতীয় দিনের শেষ বিকেলে দুই ওপেনার জন ক্যাম্পবেল (১৬) এবং ক্রেইগ ব্র্যাথওয়েটকে (৩) হারিয়ে ধুঁকছে হোল্ডারবাহিনী।
তৃতীয় দিনশেষে তাদের সংগ্রহ দুই উইকেটে ৪৫ রান। ভারতের হয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন ইশান্ত শর্মা এবং মোহাম্মদ শামি।
সিরিজের প্রথম টেস্টেও হেরেছে হোল্ডারের দল। এই ম্যাচেও পিছিয়ে আছে তারা। ওয়েস্ট ইন্ডিজ লড়াই চালাতে না পারলে হোয়াইটওয়াশ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করবে ভারত।