কিউইদের এগিয়ে নিলেন গ্র্যান্ডহোম-টেলর

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। রস টেলর এবং কলিন ডি গ্র্যান্ডহোমের দুটি দায়িত্বশীল ইনিংসে এমন জয় পেয়েছে কিউইরা।
প্যাল্লেকেলেতে এ দিন টস জিতে ব্যাটিং বেঁছে নেয় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের ৫৩ বলে ৭৯ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করে স্বাগতিকরা।

এছাড়া নিরোশান ডিকভেলার ব্যাটে আসে ২৫ বলে ৩৩ রান। শেষদিকে দাসুন শানাকার ১২ বলে ১৭ এবং ইসুরু উদানার তিন বলে ১৫ রানের ক্যামিওতে এমন সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
নিউজিল্যান্ডের হয়ে এই ম্যাচে ২০ রান খরচায় দুই উইকেট তুলে নেন ভারপ্রাপ্ত অধিনায়ক টিম সাউদি।
জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র ৩৯ রানেই তিন উইকেট হারায় কিউইরা। এরপর গ্র্যান্ডহোমের ২৮ বলে ৪৪, টেলরের ২৯ বলে ৪৮ রানের কল্যাণে পাঁচ উইকেট এবং তিন বল হাতে রেখেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের হয়ে ফিনিশিংয়ের কাজটি করেছেন ডারিল মিচেল (১৯ বলে ২৫* রান) এবং মিচেল সান্টনার (৮ বলে ১৪* রান)। শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক লাসিথ মালিঙ্গা ২৩ রান খরচায় দুই উইকেট তুলে নেন।