উইকেটের দেখা পেল বিসিবি একাদশ
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্টের মানসিকতা তৈরি করতে রবিবার (১ সেপ্টেম্বর) প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে আফগানিস্তান। বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে সফরকারী দলটি।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেঁছে নিয়েছে আফগানরা। এই প্রতিবেদন লেখার সময় আফগানদের সংগ্রহ তিন উইকেটে ১৭২ রান (৬৩.৩ ওভার)।

দুই ওপেনার ইহসানুল্লাহ জানাত (৬২) এবং ইব্রাহিম জাদরান (৫২) দুজনই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। এরপর দুজনই স্বেচ্ছা অবসরে চলে যান।
এই দুজন স্বেচ্ছায় মাঠ ছাড়ার পর উইকেটের দেখা পেয়েছে বিসিবি একাদশ। জাভেদ আহমেদিকে (৩) ফেরান সুমন খান। রহমত শাহকে (৭) ফিরিয়েছেন আল আমিন জুনিয়র।
এরপর আসগর আফগানকেও (১৬) ফেরান আল আমিন। উইকেটে আছেন হাশমতউল্লাহ শহীদি (১৮*) এবং মোহাম্মদ নবি (২*)।
বিসিবি একাদশঃ ফারদিন অনি, সাব্বির হোসেন, আল আমিন (জুনিয়র), নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফজলে মাহমুদ রাব্বি, মানিক খান, সুমন খান, সালাউদ্দিন শাকিল, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান রানা, আসাদউল্লাহ গালিব ও ইরফান শুক্কুর।
আফগানিস্তান টেস্ট স্কোয়াডঃ রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, হাশমতউল্লাহ শহীদি, ইহসানউল্লাহ, ইকরাম আলি খিল, জাভেদ আহমাদি, মোহাম্মদ নবি, রহমত শাহ, ইয়ামিন আহমাদজাই, শাপুর জাদরান, ইব্রাহিম জাদরান, জহির খান, সৈয়দ শিরজাদ, আফসার জাজাই ও কাইস আহমেদ।