শামির অন্যরকম 'ডাবল হ্যাটট্রিক'

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ ছয়টি টেস্ট ইনিংসের সবগুলোতেই শূন্য রান করেছেন মোহাম্মদ শামি। ভারতের এই ডানহাতি পেসার জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে শূন্য রান করে রাহকিম কর্নওয়ালের বলে ফিরেছেন।
অবশ্য শনিবার শামির শূন্য রানে ক্ষতি হয়নি ভারতের। হানুমা বিহারীর সেঞ্চুরিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে ৪১৬ রানের বিশাল সংগ্রহ করেছে তারা। ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ করেছে সাত উইকেটে ৮৭ রান।

এর আগে নর্থ সাউন্ডে সিরিজের প্রথম টেস্টেও শূন্য রানে ফিরেছিলেন শামি। তার আগে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্টের একটি ইনিংসে এবং পার্থ টেস্টের দুটি ইনিংসেই শূন্য রান করেছেন শামি।
এর মধ্যে পার্থ টেস্ট এবং মেলবোর্ন টেস্টে শূন্য রানে অপরাজিত ছিলেন তিনি। সবমিলিয়ে শেষ ছয় ইনিংসে আট বল খেলে চারবারই শূন্য রানে ফিরেছেন ২৮ বছর বয়সী এই পেসার।
টেস্ট ক্যারিয়ারে অবশ্য একটি অপরাজিত হাফ সেঞ্চুরিও আছে শামির। ডানহাতি এই ব্যাটসম্যান টেস্টে ৫৭ ইনিংসে করেছেন ৪৩৩ রান।