অভিষেকে পূজারাকে ফিরিয়ে উচ্ছ্বসিত কর্নওয়াল

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে জ্যামাইকাতে অভিষেক টেস্টেই চেতেশ্বর পূজারার উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিন অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল। ভারতের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান পূজারাকে ফিরিয়ে উচ্ছ্বসিত দীর্ঘদেহী এই স্পিনার।
টেস্টের প্রথম দিনের পর গণমাধ্যমকে বলেন, 'প্রথম উইকেট হিসেবে পূজারাকে ফিরিয়েছি বলে ভালো লাগছে। উইকেট পাওয়া আমার জন্য নতুন কিছু নয়, তবুও ভালো লাগছে।

টেস্ট অভিষেক হওয়াতে অনেক ভালো লাগছে। শুরুর দিকে ভালোমতো বল করতে পেরেছি। আমার আরও ভালো বল করতে হবে এবং ঠিক জায়গায় বল ফেলতে হবে।'
আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ উচ্চতা এবং ওজনের অধিকারী কর্নওয়াল। ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারের ওজন ১৪০ কেজি এবং উচ্চতা ৬ ফিট, ৬ ইঞ্চি।
ভারতের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে প্রথম দিন ২৭ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৬৯ রানে এক উইকেট শিকার করেন কর্নওয়াল। এ ছাড়া লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগারওয়ালের দুটি ক্যাচ লুফে নিয়েছেন তিনি।
অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের জোড়া হাফ সেঞ্চুরিতে প্রথম দিনে পাঁচ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করেছে ভারত।