ভারতের জন্য নয়, গর্বের জন্য খেলিঃ মুরালি

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
নিজের দেশের জন্য নয়, বরঞ্চ প্রবল ইচ্ছা থেকেই ক্রিকেট খেলেন ভারতের ওপেনার মুরালি বিজয়। ৩৫ বছর বয়সী এই ওপেনার শনিবার ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন এমনটাই।
মুরালি বিজয় বলেন, 'আমি গর্বের জন্য ক্রিকেট খেলি। প্রবল ইচ্ছা থেকেই ক্রিকেট খেলা হয় আমার। ভারতের পোশাকে বিশ্বমঞ্চে খেলার জন্য ক্রিকেট খেলি না আমি। আমার ক্রিকেট খেলার ইচ্ছা আছে।

শেষ ১৫ বছর ধরে আমি এই নীতিতেই ছিলাম। এখনও এর কোনো পরিবর্তন আসে না। দিন দিন আমি আরও অভিজ্ঞ হচ্ছি। সামনে কি হয় সেটার অপেক্ষা করছি।'
গত বছরের ডিসেম্বরে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন বিজয়। এরপর জাতীয় দলে ফেরা হয়নি তাঁর। বর্তমানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে আছে ভারত। চলমান সিরিজে ভারতের টেস্ট দলেও জায়গা হয়নি বিজয়ের।
অবশ্য জাতীয় দলে প্রত্যাবর্তনের ইচ্ছাই নেই বিজয়ের, 'স্বপ্নের কোনো সীমাবদ্ধতা থাকা উচিত নয়। চারবার আমি জাতীয় দলে প্রত্যাবর্তন করেছি।
এই মুহূর্তে আমার কোনো চাপ নেই। যেকোনো জায়গাতেই আমি ক্রিকেট খেলতে পারি। চেষ্টা করি, যে দলের হয়ে খেলছি সেই দলের হয়ে ভালো খেলতে।'