promotional_ad

অবসর প্রসঙ্গে ধোনিকে কিছুই বলবে না বিসিসিআই

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের আগে থেকেই গুঞ্জন ছিল, এবারের বিশ্বকাপ শেষে অবসরে যেতে পারেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু অবসরে যাননি ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এবার জানা গেল ৩৮ বছর বয়সী ধোনিকে অবসরে যাওয়ার ব্যাপারে কিছুই বলবে বা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।


বিসিসিআইয়ের একটি সুত্র ভারতীয় গণমাধ্যমকে বলেছে, 'একটি ব্যাপারে নির্বাচকরা একমত। তারা কখনোই ধোনিকে অবসরে যেতে বলবে না। এটা তাদের আলোচনার বিষয় না। তারা দল নির্বাচন করবে। তিন ফরম্যাটে এই মুহূর্তে ঋষভ পান্তকে নিয়েই সবাই ভাবছে।'



promotional_ad

গত চ্যাম্পিয়ন্স ট্রফির (২০১৭) পরপর আলোচনায় আসে ধোনির পারফর্মেন্স। ধীর গতিতে ব্যাটিংয়ের কারণে সমালোচিত হন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক। 


এ ছাড়া উইকেটরক্ষক ঋষভ পান্ত, লোকেশ রাহুল বা দিনেশ কার্তিকদের তখনকার ফর্মের কারণেও সীমিত ওভারের ম্যাচগুলোর একাদশে ধোনির জায়গা নড়বড়ে ছিল।


বিশ্বকাপে অবশ্য খারাপ করেননি ধোনি। আট ইনিংসে ৪৫.৫০ গড়ে করেছেন ২৭৩ রান। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজের নাম তুলে নেন ধোনি। ভারতীয় মিডিয়ার গুঞ্জন ছিল এরই মাঝে অবসরের ঘোষণা দেবেন ধোনি। যদিও তেমন কিছুই হয়নি।



কিছুদিন আগে ধোনির অবসর নিয়ে কথা বলেছিলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তাঁর মতে, 'অবসর গ্রহণ একদমই ব্যক্তিগত সিদ্ধান্ত। ধোনির মতো কিংবদন্তি ক্রিকেটার জানেন কখন ছেড়ে দেওয়া উচিত।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball