হোল্ডার আমাদের এক চুলও ছাড় দেয়নিঃ আগারওয়াল

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
জেসন হোল্ডারের দুর্দান্ত বোলিংয়ের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টের প্রথম দিন তেমন সুবিধা করতে পারেনি ভারত। দিনশেষে হোল্ডারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।
আগারওয়াল বলেন, 'হোল্ডার কঠিন জায়গায় বল করে গিয়েছে। সে আমাদের এক চুলও ছাড় দেয়নি। সে শর্ট অফ লেন্থে ক্রমাগত বল করছিল। এমন বল সে দেয়নি, যা থেকে আমরা রান করে নিতে পারি।

তাই বলব আমরা চাপের মধ্যেই ছিলাম। প্রথম স্পেলে সে ছয়-সাত ওভার বল করে। এর মধ্যে তিন-চার ওভারই মেইডেন দিয়ে দেয়। তাই তাঁর ওভারে রান আদায় করা অনেক কঠিন।'
অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের জোড়া হাফ সেঞ্চুরিতে প্রথম দিনে পাঁচ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করেছে ভারত।
৩৯ রান দিয়ে তিন উইকেট নিয়ে দিনের সেরা বোলার হোল্ডার। ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও আগারওয়ালের পর অধিনায়ক কোহলিকেও ফেরান হোল্ডার।