ওয়েডকে বাদ দিতে বললেন ওয়াহ

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ম্যানচেস্টার টেস্টে অস্ট্রেলিয়া দলে ফিরছেন স্টিভ স্মিথ। স্মিথ দলে ফিরলে ম্যাথু ওয়েডকে বাদ দেওয়ার পক্ষে সাবেক অজি ব্যাটসম্যান মার্ক ওয়াহ। তাঁর মতে, অজি টপ অর্ডারে পরিবর্তনের কোনও দরকার নেই।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে ওয়াহ বলেন, 'ওয়েডকে বাদ দেয়া যায়। খাওয়াজা চমৎকার একজন খেলোয়াড়। শুরুতে মার্কাস হ্যারিস কেবলই একটি ম্যাচ খেলল। টপ অর্ডারে পরিবর্তনের কোনও মানে হয় না।

ওয়েড থেকে পেইন অনেক ভালো উইকেটরক্ষক। সেরা উইকেটরক্ষককেই খেলানো উচিত। তাঁর অধিনায়কত্বও বেশ ভালো। সিনিয়র ক্রিকেটারদের উচিত পেইনকে যথাযথ সহায়তা করা।'
লর্ডস চেস্টে ইনজুরিতে পড়া স্মিথের জায়গায় খেলছেন মারনাস লাবুশানে। হেডিংলি টেস্টে দল হারলেও লাবুশানের পারফর্মেন্স ছিল উল্লেখযোগ্য। এ কারণে তাঁকে বাদ দেওয়ার পক্ষে নন ওয়াহ।
অস্ট্রেলিয়ার টপ অর্ডারে উসমান খাওয়াজা, ট্রাভিস হেড- কেউই আশা জাগানিয়া পারফর্মেন্স এখনও না করলেও তাঁদের ওপরেই ভরসা রাখছেন ওয়াহ। অবশ্য এজবাস্টনে, এবারের অ্যাশেজের প্রথম ম্যাচেই ১১০ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জিতিয়েছেন ওয়েড।