দায়িত্ব কমছে দ্রাবিড়ের

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
গত জুলাইয়ে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমীর কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন রাহুল দ্রাবিড়। সাবেক এই অধিনায়ক তার অনেক আগে থেকেই ভারতের 'এ' দল এবং অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে ছিলেন। এবার দায়িত্ব কমতে যাচ্ছে কিংবদন্তি এই ব্যাটসম্যানের।
ভারতের 'এ' দল এবং অনূর্ধ্ব-১৯ দলের জন্য আলাদা কোচ নিযুক্ত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। 'এ' দলের দায়িত্ব দেওয়া হয়েছে সিতানশু কটাককে।

অপরদিকে অনূর্ধ্ব-১৯ দল সামলাবেন পরশ মহমব্রে। আগামী মাস থেকেই এই দুই কোচ পৃথক দুটি দলের দায়িত্ব নেবেন। খেলোয়াড়ি জীবনে বেশ সফল ছিলেন সিতানশু কটাক এবং পরশ মহমব্রে।
সাবেক বাঁহাতি ব্যাটসম্যান কটাক ভারতের হয়ে ১৩০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। করেছেন ৪১.৭৬ গড়ে ৮০৬১ রান। তাঁর নামের পাশে ৭০টি উইকেটও আছে।
আরও দুই সাবেক ভারতীয় রমেশ পাওয়ার (বোলিং কোচ) এবং টি দিলিপকে (ফিল্ডিং কোচ) সঙ্গে নিয়ে 'এ' দলের দায়িত্ব সামলাবেন কটাক।
অপরদিকে ভারতের হয়ে ৯১টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা মহমব্রে, আরও দুই সাবেক ভারতীয় অভয় শর্মা এবং ঋশিকেশ কানিতকারকে সঙ্গে নিয়ে অনূর্ধ্ব-১৯ দল পরিচালনা করবেন।