promotional_ad

মুদ্রার দুই পিঠই দেখেছেন গাপটিল

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কিছুদিন আগে শেষ হওয়া ইংল্যান্ড বিশ্বকাপ দুঃসহ গিয়েছে নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিলের। অথচ ২০১৫ সালের বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গাপটিল। ৩২ বছর বয়সী এই ওপেনার মনে করছেন ক্যারিয়ারের দুই দিকই দেখে ফেলেছেন তিনি।


সম্প্রতি শ্রীলঙ্কায় গাপটিল বলেছেন, 'আপনি এটাকে ক্রিকেট ক্যারিয়ারের সেরা এবং সবচেয়ে বাজে ঘটনা হিসেবে দেখতে চাইবেন।'



promotional_ad

২০১৫ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন গাপটিল। সেই আসরে তাঁর ব্যাটে এসেছে ৫৪৭ রান। কিন্তু এর পর ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট হাতে গাপটিল ছিলেন একেবারেই ম্লান। দশ ইনিংসে ২০.৬৬ গড়ে করেছেন মাত্র ১৮৬ রান। 


দল ফাইনাল খেললেও নিজের সেরাটা দিতে পারেননি গাপটিল। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সুপার ওভারেও দলকে জেতাতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপের দুঃসহ স্মৃতি ভুলে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর দিচ্ছেন তিনি। 


তিনি বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরই মজা হয়। সামনের বছর এটা অস্ট্রেলিয়ায়। ওখানকার কন্ডিশন পুরোই আলাদা। আমাদের ঘরের মাঠ থেকেও আলাদা। শ্রীলঙ্কায় আমাদের প্রস্তুতি শুরু করে ভালো লাগছে।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball