মুদ্রার দুই পিঠই দেখেছেন গাপটিল

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
কিছুদিন আগে শেষ হওয়া ইংল্যান্ড বিশ্বকাপ দুঃসহ গিয়েছে নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিলের। অথচ ২০১৫ সালের বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গাপটিল। ৩২ বছর বয়সী এই ওপেনার মনে করছেন ক্যারিয়ারের দুই দিকই দেখে ফেলেছেন তিনি।
সম্প্রতি শ্রীলঙ্কায় গাপটিল বলেছেন, 'আপনি এটাকে ক্রিকেট ক্যারিয়ারের সেরা এবং সবচেয়ে বাজে ঘটনা হিসেবে দেখতে চাইবেন।'

২০১৫ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন গাপটিল। সেই আসরে তাঁর ব্যাটে এসেছে ৫৪৭ রান। কিন্তু এর পর ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট হাতে গাপটিল ছিলেন একেবারেই ম্লান। দশ ইনিংসে ২০.৬৬ গড়ে করেছেন মাত্র ১৮৬ রান।
দল ফাইনাল খেললেও নিজের সেরাটা দিতে পারেননি গাপটিল। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সুপার ওভারেও দলকে জেতাতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপের দুঃসহ স্মৃতি ভুলে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর দিচ্ছেন তিনি।
তিনি বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরই মজা হয়। সামনের বছর এটা অস্ট্রেলিয়ায়। ওখানকার কন্ডিশন পুরোই আলাদা। আমাদের ঘরের মাঠ থেকেও আলাদা। শ্রীলঙ্কায় আমাদের প্রস্তুতি শুরু করে ভালো লাগছে।'