স্বার্থের দ্বন্দ্বে বিসিসিআইয়ের মুখোমুখি দ্রাবিড়

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে কিছুদিন আগে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবার বিসিসিআইয়ের সঙ্গে সভায় বসতে যাচ্ছেন দ্রাবিড়।
জনপ্রিয় সংবাদমাধ্যম পিটিআই প্রকাশ করেছে এমনই এক সংবাদ। ২৬ সেপ্টেম্বর মুম্বাইতে বিসিসিআইয়ের এথিকস কর্মকর্তা অবসরপ্রাপ্ত বিচারপতি ডিকে জাইনের সঙ্গে সভা করবেন দ্রাবিড়।
কয়েক সপ্তাহ আগে মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্তার অভিযোগের ভিত্তিতে রাহুল দ্রাবিড়ের বিপক্ষে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছে বিসিসিআই।
ডিকে জাইন সেদিনই দ্রাবিড়কে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। একসঙ্গে একাধিক পদে দায়িত্ব পালন করছেন দ্রাবিড়, এমনটা অভিযোগ করেছেন সঞ্জীব গুপ্তা।
বর্তমানে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি চেন্নাই সুপার কিংসের মালিকানাধীন কোম্পানি ইন্ডিয়া সিমেন্টের সহ-সভাপতি হিসেবেও দায়িত্বরত আছেন দ্রাবিড়।
সাবেক এই ক্রিকেটারের পরস্পর বিরোধী দুটি দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন তোলেন গুপ্তা। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিসিসিআইয়ের তরফ থেকে নোটিশ পাঠান জাইন।
বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে বিসিসিআইয়ের সমালোচনা করেছেন।
