কোহলি-রাহানের ব্যাটে ভরসা ভারতের

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২৬০ রানে এগিয়ে আছে ভারত। হাতে আছে সাত উইকেট। অধিনায়ক জেসন হোল্ডারের দাপটে নিজেদের প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট হয়েছে ক্যারিবিয়ানরা। তৃতীয় দিন শেষে ভারতের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ তিন উইকেটে ১৮৫ রান।
ভারতের হয়ে চতুর্থ দিন শুরু করবেন অধিনায়ক বিরাট কোহলি (৫১*) এবং অজিঙ্কা রাহানে (৫৩*)। তৃতীয় দিনে এই দুজনের ব্যাটেই ভরসা করে ভারত।

৮১ রানের মধ্যেই শীর্ষ তিন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে তারা। ওপেনার লোকেশ রাহুলের ব্যাটে আসে ৩৮ রান। আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল করেছেন ১৬ রান।
ভারতের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা করেন ২৫ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই উইকেট নিয়েছেন রোস্টন চেজ। একটি উইকেট শিকার করেছেন কেমার রোচ।
এর আগে হোল্ডারের ৩৯ রানের সুবাদে ২০০ রান পার করতে পেরেছে ক্যারিবিয়ানরা। তাদের বাকি দুইটি উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা।
প্রথম ইনিংসে ভারত সংগ্রহ করেছিল ২৯৭ রান। রাহানের ৮১ এবং জাদেজার ৫৮ রানে ভর করে সম্মানজনক পুজি পায় ভারত।