রুটের ব্যাটে তাকিয়ে ইংল্যান্ড

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
লিডস টেস্টে লড়াই চালিয়ে যাচ্ছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে হারাতে ইংলিশদের প্রয়োজন ২০৩ রান। হাতে আছে সাত উইকেট।
নিজেদের প্রথম ইনিংসে ৬৭ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে লড়াকু মানসিকতা দেখিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ তিন উইকেটে ১৫৬ রান।
চতুর্থ দিন শুরু করবেন অধিনায়ক জো রুট (৭৫*) এবং বেন স্টোকস (২*)। দুই ওপেনার ররি বার্ন্স এবং জেসন রয় যথাক্রমে সাত এবং আট রান করে ফিরলেও এদিন সফল ছিলেন রুট এবং জো ডেনলি। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে বিদায় নেন ডেনলি (৫০)।

আগের দিন ছয় উইকেটে ১৭১ রানে থাকা অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসে এ দিন থেমেছে ২৪৬ রানে। মারনাস লাবুশানে থেমেছেন ৮০ রান করে। জেমস প্যাটিনসনের ব্যাটে এসেছে ২০ রান।
ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিয়েছেন বেন স্টোকস। দুটি উইকেট রেখেছেন জফরা আর্চার এবং স্টুয়ার্ট ব্রড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ১৭৯ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ (প্রথম ইনিংস) ১৭৯/১০ (৫২.১ ওভার) (ওয়ার্নার- ৬১, লাবুশানে- ৭৪; আর্চার ৬/৪৫, ব্রড-২/৩২)
ইংল্যান্ডঃ (প্রথম ইনিংস) ৬৭/১০ (২৭.৫ ওভার) (ডেনলি-১২, বার্নস-৯; হ্যাজেলউড-৫/৩০, কামিন্স-৩/২৩)
অস্ট্রেলিয়াঃ (দ্বিতীয় ইনিংস) ২৪৬/১০ (৭৫.২ ওভার) (লাবুশানে-৮০, ওয়েড-৩৩; স্টোকস-৩/৫৬, আর্চার-২/৪০)
ইংল্যান্ডঃ (দ্বিতীয় ইনিংস) ১৫৬/৩ (৭২ ওভার) (রুট-৭৫*, ডেনলি-৫০; হ্যাজেলউড-২/৩৫)