promotional_ad

নতুন দায়িত্বে ক্লুজনার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী ১৫ সেপ্টেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারত সফর শুরু করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এই টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের সহকারী ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। 


এরই মধ্যে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ)। ক্লুজনার ছাড়াও সহকারী বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক পেসার ভিনসেন্ট বার্নসকে। অপরদিকে সহকারী ফিল্ডিংয়ের কোচ হিসেবে বহাল থাকছেন জাস্টিন অনটং। 
 
ক্লুজনারকে দায়িত্ব দেয়া প্রসঙ্গে সিএসএর ভারপ্রাপ্ত পরিচালক কোরি ভ্যান জিল বলেন, 'দলের নতুন অবকাঠামো হিসেবে টিম ডিরেক্টর এমন তিনজনকে তার সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন যাদের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই বিশেষ দক্ষতা রয়েছে।'



promotional_ad

আপাতত শুধু টি-টোয়েন্টি সিরিজেই দায়িত্ব পালন করবেন সাবেক এই অলরাউন্ডার বলেও নিশ্চিত করেন ভ্যান জিল। তাঁর ভাষ্যমতে, ‘এই মুহূর্তে তাঁকে তিন ফরম্যাটে পাওয়া না যাওযায় কেবল টি-২০ সিরিজে সহকারী ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি।'


২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ক্লুজনারের কোচিং ক্যারিয়ার সমৃদ্ধই বলা চলে। ৪৯টি টেস্ট এবং ১৭১ ওয়ানডে খেলা এই অলরাউন্ডার ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত নিজ দেশের ঘরোয়া ক্রিকেটের দল ডলফিন্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।  


এরপর ২০১৬ সালেই জিম্বাবুয়ের ব্যাটিং কোচ পদে দায়িত্ব পান তিনি। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী কিংসের কোচ ছিলেন ৪৭ বছর বয়সী এই প্রোটিয়া।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball