promotional_ad

সিরিজ জয়ের লড়াইয়ে শান্ত, সাইফরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে শনিবার (২৪ আগস্ট) মাঠে নামছে বাংলাদেশ ইমার্জিং দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচটি।


সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ইমার্জিং দলের কাছে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল শান্ত, সাইফরা। বিকেএসপিতে আয়োজিত সেই ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে আসালাঙ্কা ও হাসারাঙ্গার জোড়া হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ৩০৪ রানের বড় পুঁজি পায় শ্রীলঙ্কা ইমার্জিং দল। 


৩০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১১৮ রানেই গুঁটিয়ে যায় শান্ত বাহিনী। ফলে বড় হারের মুখ দেখতে হয় তাদের। তবে প্রথম ম্যাচে লজ্জাজনক হারের প্রতিশোধ দ্বিতীয় ম্যাচেই নিতে সক্ষম হয় বাংলাদেশ ইমার্জিং দল। বিকেএসপিতে শ্রীলঙ্কা ইমার্জিং দলকে ২ উইকেটে হারায় তারা। 



promotional_ad

সেই ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে ২ বল আগেই ২৭৩ রানে অলআউট হয় সফরকারীরা। ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নামার পর ইয়াসির আলীর ৮৫ রানের ইনিংসে ভর করে ৩ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ ইমার্জিং দল। একই সঙ্গে সিরিজে সমতা ফিরিয়ে আনে শান্তরা। এবার সিরিজের জয়ের লক্ষ্যে শনিবার খেলতে নামবে তারা। 


বাংলাদেশ ইমার্জিং দলঃ 


নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, ইয়াসির আলি রাব্বি (সহ-অধিনায়ক), আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, আমিনুল ইসলাম বিপ্লব, জাকের আলি অনিক, নাঈম হাসান, ইয়াসিন আরাফাত, শফিকুল ইসলাম, সুমন খান, শহিদুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি, তানবির ইসলাম।


স্ট্যান্ড বাইঃ



মানিক খান, জাকির হাসান, রবিউল হক, ফারদীন হাসান, ইরফান হোসেন, সাব্বি হোসেন, মেহেদী হাসান রানা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball