promotional_ad

এবার বোলিং কোচ হতে চান ওয়াকার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বোলিং কোচ পদে আবেদন করেছেন দেশটির কিংবদন্তী পেসার ওয়াকার ইউনিস। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আবেদনপত্র জমা দেন ওয়াকার। 


জিও নিউজের তথ্য মতে পাকিস্তান দলের বোলিং কোচের পদে আবেদন করা ব্যক্তিদের মধ্যে ওয়াকারই সবচেয়ে হাইপ্রোফাইল। বিশ্বকাপে ভরাডুবির পর গোটা কোচিং স্টাফে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় পিসিবি। 



promotional_ad

এরপর ব্যর্থতার দায়ভার মাথায় নিয়ে বিদায় নেন প্রধান কোচ মিকি আর্থারও। একই সঙ্গে বোলিং কোচ আজহার মাহমুদ এবং ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারকেও বাদ দেয়া হয়। 


নতুন কোচিং স্টাফ নিয়োগ দেয়ার জন্য কয়েকদিন আগে বিজ্ঞপ্তি দেয় পিসিবি। আবেদনের শেষ তারিখ দেয়া হয় ২৬ আগস্ট পর্যন্ত। এর পরিপ্রেক্ষিতেই বোলিং কোচ পদে আবেদন করেন সাবেক এই ডানহাতি পেসার।  


এর আগে ২০০৬ সালে প্রথমবারের মতো পাকিস্তানের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পান ৪৭ বছর বয়সী ওয়াকার ইউনিস। পরবর্তীতে প্রধান কোচ হিসেবেও দুইবার দায়িত্ব পালন করেন তিনি।  



অবসরের আগে পাকিস্তানের হয়ে ৮৭টি টেস্ট খেলেন ওয়াকার। যেখানে তাঁর শিকার ৩৭৩টি উইকেট। পাকিস্তানের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি কিংবদন্তী এই পেসার। এছাড়াও ২৬২ ওয়ানডে ৪১৬ উইকেট নেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball