ভারতের হয়ে খেলা অলৌকিকঃ শ্রীশান্ত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
নিষেধাজ্ঞার মেয়াদ কমতে যাচ্ছে ভারতের পেসার শান্তাকুমারণ শ্রীশান্তের। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সাজা শেষ হচ্ছে তাঁর। সাজা শেষে নিয়মিতই ক্রিকেট খেলতে চান তিনি। জাতীয় দলের সতীর্থদের বার্তাও দিতে চান এই ডানহাতি পেসার। যদিও জাতীয় দলে খেলার বিষয়টিকে 'অলৌকিক' হিসেবেই দেখছেন তিনি।
সম্প্রতি ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই পেসার বলেছেন, 'আমাকে রঞ্জি ট্রফিতে ভালো খেলতে হবে। ভারতীয় দলে ফেরার জন্য চেষ্টা করতে হবে যদিও তা অসম্ভব। এটা অলৌকিক বিষয়ও বটে।

ভারত এখন অনেক ভালো করছে। আমি শুধু অভিজ্ঞতা থেকে এগিয়ে যেতে চাই। ভারতকে আমি ভালো গল্প শোনাতে চাই। যতক্ষণ কেউ জীবিত ততক্ষণ যেন হাল না ছাড়ে- এই বার্তা ছড়াতে চাই।'
শ্রীশান্তের ওপর থেকে নিষেধাজ্ঞা কমিয়ে নেয়ার জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআইকে) নির্দেশ দিয়েছিল কেরালা হাইকোর্ট। সেই নির্দেশেই শ্রীশান্তের আজীবন নিষেধাজ্ঞার শাস্তি কমে সাত বছরে নেমে এসেছে।
প্রত্যাবর্তন নিয়ে শ্রীশান্ত আরও বলেন, 'আমি আগামী বছরের সেপ্টেম্বরে ফিরে আসছি। তাই আমি তখনকার পরিকল্পনা করছি। আমি আগের যেকোনো সময়ের চাইতে আত্মবিশ্বাসী। এখন আমি জানি কোথায় গুরুত্ব দিতে হবে। প্রত্যাবর্তনের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।'
২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট ফিক্সিংয়ে জড়িয়ে সব ধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন শ্রীশান্ত। সে সময় রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন তিনি। ভারতীয় ক্রিকেট দলের হয়ে সর্বশেষ ২০১১ সালে খেলেছেন ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার।