স্মিথকে নকল করছেন আর্চার!

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
হেডিংলি টেস্টের শেষ মুহূর্তের অনুশীলনে, নেটে ব্যাটিং করার সময় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে অবিকল অনুকরণ করেছেন ইংলিশ পেস অলরাউন্ডার জফরা আর্চার।
অনুশীলনে দেখা যায় অবিকল স্মিথের ভঙ্গিমায় একের পর এক বল ছেড়ে দিচ্ছেন আর্চার। এ ছাড়া অবিকল স্মিথের মতোই স্ট্রেট ড্রাইভ করতে দেখা যায় আর্চারকে।
ব্যাট ধরার ভঙ্গিমা, বলের দিকে দৃষ্টির ধরণ- সবমিলিয়ে ব্যাটিং স্ট্যান্সও স্মিথের মতোই ছিল আর্চারের! অথচ এই আর্চারের কারণেই হেডিংলি টেস্টে খেলছেন না স্মিথ!

এবারের অ্যাশেজকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে লর্ডস টেস্টে স্মিথ-আর্চারের দ্বৈরথ। স্মিথের ব্যাটিং এবং আর্চারের বোলিং- দুটোই ছিল উপভোগ করার মতো।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে আর্চারের গতির ঝড় উপেক্ষা করে ৯২ রান করে ফেরেন স্মিথ। এই ইনিংস খেলার এক পর্যায়ে আর্চারের দ্রুতগতির একটি বাউন্সার আহত করে স্মিথকে। সেই ইনিংসে মাঠ ছেড়ে আবারো ব্যাটিং করতে নামের স্মিথ।
কিন্তু দ্বিতীয় ইনিংসে আর খেলতে পারেননি তিনি। এরপর হেডিংলি টেস্টের স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করা হয়েছে তাঁর। অ্যাশেজ সিরিজে লর্ডস টেস্ট ড্র হলেও এজবাস্টন টেস্টে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী অস্ট্রেলিয়া।
Is that Jofra Archer or Steve Smith in the nets at Headingley? #Ashes @alintaenergy pic.twitter.com/RT5ADoSUjr