টেস্ট ক্রিকেটের বর্ণীল অধ্যায়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত। বৃহস্পতিবার (২২ আগস্ট) নর্থ সাউন্ডে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে এই দুটি দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হবে ম্যাচটি।
২০১৬ সালে ক্যারিবিয়ানদের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল বিরাট কোহলির দল। এ ছাড়া এই সিরিজের আগে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ জেতায় আরও আত্মবিশ্বাসী কোহলিরা। সবমিলিয়ে টেস্ট ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে নাম লেখানোর আগে বেশ ফুরফুরে মেজাজে আছে ভারত।
'যখন আপনার পয়েন্ট দরকার, তখন সব ম্যাচেই আপনি ভালো করে খেলতে চাইবেন। তাই সব ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। টেস্ট চ্যাম্পিয়নশিপ মনোযোগ বাড়াতে, শৃঙ্খলভাবে খেলতে উদ্বুদ্ধ করবে। এটা টেস্ট ক্রিকেটের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাবে।' ম্যাচের আগে বলেছেন কোহলি।

এদিকে আগের দুটি সিরিজ হারায় এই সিরিজ জেতার ব্যাপারে বেশ আত্মপ্রত্যয়ী ক্যারিবিয়ানরা। ঘরের মাঠে খেলা শেষ ১১ টেস্টের ছয়টিতে জিতেছে জেসন হোল্ডারের দল। এখানেই আত্মবিশ্বাস খুঁজে নিচ্ছে তাঁরা।
যদিও দুঃসংবাদ আছে ক্যারিবিয়ান শিবিরে। ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন ২১ বছর বয়সী পেস অলরাউন্ডার কিমো পল। তাঁর জায়গায় খেলতে পারেন পেসার মিগেল কামিন্স। চার পেসার নিয়ে না খেললে এই জায়গায় অভিষেক হতে পারে অফস্পিন অলরাউন্ডার রাহকিম কর্নওয়ালের।
এই ম্যাচের আগে বেশ কয়েকজন পেসার মাইলফলকের অপেক্ষায় আছেন। আর সাত উইকেট পেলেই ১০০ টেস্ট উইকেট প্রাপ্তি সম্পন্ন হবে হোল্ডারের। এছাড়া ১৫০ উইকেট পেতে ছয় উইকেট প্রয়োজন মোহাম্মদ শামির। ৫০ উইকেট থেকে একটি উইকেট দূরে আছেন জাসপ্রিত বুমরাহ।
সম্ভাব্য একাদশঃ-
ওয়েস্ট ইন্ডিজঃ ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমিয়ার, রোস্টন চেজ, শেন ডাওরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), রাহকিম কর্নওয়াল/ মিগেল কামিন্স, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।
ভারতঃ লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা/ হানুমা বিহারি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন/ রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।