নতুন সহকারী কোচ পেল সাকিবরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব আল হাসানদের সহ-কারী কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন। বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সাকিব, উইলিয়ামসনদের দল সানরাইজার্স হায়দরাবাদ।
এর আগে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হ্যাডিন। ২০১৭ সালে বাংলাদেশ সফরে অজিদের সঙ্গে ছিলেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

কয়েকদিন আগে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কোচ ট্রেভর বেলিসকে প্রধাণ কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। আগামী ২০২০ মৌসুম থেকে হ্যাডিন এবং বেলিস মিলে একসঙ্গে কাজ করবেন।
হায়দরাবাদ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনেক আলাপ আলোচনা করার পর সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি প্রধান কোচ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে, টম মুডিকে আর রাখা হচ্ছে না।’
আইপিএলের দ্বিতীয় কোনো দলের কোচের দায়িত্ব পালন করবেন বেলিস। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের কোচ ছিলেন এই অস্ট্রেলিয়ান।
তাঁর অধীনে দুইবার শিরোপা জিতেছে কলকাতা। আইপিএলের সর্বশেষ সাতটি আসরে হায়দরাবাদের কোচ ছিলেন বেলিসেরই স্বদেশী টম মুডি। মুডির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
প্রাক্তন কোচ মুডির অধীনে ২০১৬ সালে প্রথম শিরোপা জেতে হায়দরাবাদ। এরপর ২০১৮ সালের আসরে রানার্স আপ হয় তারা। পরের আসরে চার নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করে সাকিব আল হাসানদের দল।