কত বেতন পাচ্ছেন ডমিঙ্গো

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্টিভ রোডসের উত্তরসূরি হিসেবে এরই মধ্যে বাংলাদেশ দলের দায়িত্ব গ্রহণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। নতুন কোচ নিযুক্ত হওয়ার পর এবার তাঁর পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা।
জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে প্রতি মাসে আয়কর বাদে প্রায় ১৫ হাজার ডলার পাবেন ডমিঙ্গো। আর আয়করসহ প্রায় ১৮ হাজার ডলার পাবেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৫ লাখ ২১ হাজার ৭৯২ টাকা।

এক দিক থেকে বেশ সস্তাতেই ডমিঙ্গোকে পেয়েছে বিসিবি বলা যায়। কারণ পূর্বের কোচ স্টিভ রোডসের মাসিক বেতন ছিল ২২ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ছিল ১৮ লাখ টাকা। রোডসের আগে দায়িত্বে থাকা কোচ চন্ডিকা হাথুরুসিংহে পেতেন আরো বেশি।
প্রতি মাসে হাথুরুসিংহের বেতন ছিল ২৬ হাজার ডলার। অর্থাৎ মাসে ২১ লাখ ৮৮ হাজার টাকা করে পেতেন তিনি। এখন পর্যন্ত বাংলাদেশের বিদেশি কোচদের মধ্যে সর্বোচ্চ বেতন এটাই।
অবশ্য কোচের দৌড়ে সবথেকে এগিয়ে ছিলেন নিউজিল্যান্ডের হাই প্রোফাইল কোচ মাইক হেসন। তবে জানা গেছে বিসিবির কাছে বেতন হিসেবে ৩০ হাজার ডলার দাবি করেন তিনি।
একই সঙ্গে কবে নাগাদ যোগ দিবেন দলে সেটিও অনিশ্চিত ছিল তাঁর। তাই শেষ পর্যন্ত হেসনের পরিবর্তে ডমিঙ্গোকেই বাছাই করলো বিসিবি।