পাকিস্তান সফরে ইতিবাচক শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর পিসিবির প্রস্তাবে সাড়া দিয়ে সেখানে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠায় শ্রীলঙ্কা।
পর্যবেক্ষণ শেষে নিরাপত্তা দল ইতিবাচক প্রতিক্রিয়াই জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি)। ফলে ধারণা করা হচ্ছে, দ্রুতই ঘরের মাঠে টেস্ট খেলতে যাচ্ছে পাকিস্তান। যদিও এই ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এসএলসি।

চলতি বছরের শেষে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করার কথা পাকিস্তান দলের। সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি হওয়ার কথা থাকলেও পিসিবি চাইছে ঘরের মাঠে সেটি আয়োজন করতে।
যার প্রেক্ষিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে এই প্রস্তাব দেয় পিসিবি। এরপরই মোহন ডি সিলভার নেতৃত্বে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ে একটি পর্যবেক্ষক দলকে পাঠায় লঙ্কান ক্রিকেট বোর্ড। নিরাপত্তা দলের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর পিসিবির সঙ্গে আলাপ করবে এসএলসি।
বোর্ড থেকে এক বিবৃতিতে বলা হয়, 'নিরাপত্তা দলের কাছ থেকে আমরা ইতিবাচক প্রতিক্রিয়া জানতে পেরেছি। চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমরা আরও কিছু বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা পিসিবিকে জানাবো। সরকারও এই ব্যাপারে আলোচনা করবে।’
২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর বড় কোনো দল এখন পর্যন্ত পাকিস্তান সফরে যায়নি। সব কিছু ঠিক থাকলে সেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়েই আবারও ক্রিকেট ফিরতে পারে পাকিস্তানে।