ভারতের নতুন কোচের নাম ঘোষণা আজ?
ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে শুক্রবার (১৬ আগস্ট)। জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো প্রকাশ করেছে এমনই এক প্রতিবেদন।
প্রধান কোচের সংক্ষিপ্ত তালিকায় ছয় জন কোচকে রেখেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)- এই খবর পুরনো। শুক্রবার (১৬ আগস্ট) এই ছয়জনের ইন্টার্ভিউ নেওয়ার ব্যবস্থাও করেছেন বিসিসিআই।

বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাজরি কমিটি'র (সিএসি) কাছে সশরীরে ইন্টার্ভিউ দেবেন সাবেক কিউই কোচ মাইক হেসন, ভারতের দুই সাবেক ক্রিকেটার রবিন সিং এবং লালচাঁদ রাজপুত।
এ ছাড়া শ্রীলঙ্কার সাবেক কোচ টম মুডি এবং ক্যারিবিয়ানদের সাবেক কোচ ফিল সিমন্সের সঙ্গে টেলিকনফারেন্সে যোগাযোগ করবেন কপিল দেবের নেতৃত্বে থাকা সিএসি সদস্যরা।
বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ ছিল ভারতের হেড কোচ রবি শাস্ত্রীর। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরের কথা মাথায় রেখে তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ ৪৫ দিন বাড়িয়েছে বিসিসিআই।
পাঁচজনের ইন্টার্ভিউ নেওয়া শেষ হলে শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবে বিসিসিআই। এরপর শুক্রবার রাতেই ভারতের হেড কোচের নাম ঘোষণা করবে তারা।