ছক্কার রেকর্ডে শচিনের পাশে সাউদি
ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯ বলে ১৪ রান করার পথে শচিন টেন্ডুলকারের ছক্কার রেকর্ডে ভাগ বসিয়েছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।
শচিন এবং সাউদি- টেস্ট ক্রিকেটে দুজনের হাঁকানো ছয়ের সংখ্যা ৬৯টি। তবে সাউদির চেয়ে অনেক বেশি ইনিংস খেলে ৬৯টি ছক্কা হাঁকিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক শচিন।

৩২৯ ইনিংস খেলেছেন তিনি। অপরদিকে নিয়মিত লেজের সারিতে ব্যাট করা সাউদি এতগুলো ছয় হাঁকিয়েছেন মাত্র ৮৯ ইনিংসে! টেস্ট ক্রিকেটে আর মাত্র একটি ছক্কা হাঁকালেই শচিনকে টপকে যাবেন সাউদি।
জায়গা করে নেবেন ২১৩ ইনিংসে ৭০ টি ছক্কা মারা সাবেক পাক ব্যাটসম্যান ইউনুস খানের পাশে।
টেস্ট ক্রিকেটে সবচ??য়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের (১০৭টি)। ১০০ ছক্কা নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট।
এই তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছেন যথাক্রমে ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইল (৯৮টি), সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস (৯৭টি) এবং ভারতের সাবেক ওপেনার বিরেন্দর শেহবাগ (৯১টি)।