লর্ডসে ওয়ার্নারের দিকে তাকিয়ে অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
এজবাস্টন টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি করে দল জিতিয়েছেন স্টিভ স্মিথ। তবে ব্যাট হাতে ম্লান ছিলেন ডেভিড ওয়ার্নার। লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে তাই ওয়ার্নারের ব্যাটে তাকিয়ে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।
বল টেম্পারিংয়ের কারণে নিষেধাজ্ঞায় থাকা ওয়ার্নার প্রায় ১৬ মাস টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলেন। এজবাস্টনে ফিরে দুই ইনিংসে করেছেন যথাক্রমে ২ এবং ৮ রান।

তাঁর ব্যাপারে ল্যাঙ্গার বলেন, 'দলের যখন কেউ ভালো খেলে না তখন আমি সেটা উপভোগ করি। এর মানে হচ্ছে সে ভালো খেলার জন্য মুখিয়ে থাকবে।
দ্রুত ভালো পারফর্ম করতে চাইবে। তারা সেরা খেলোয়াড়। কেননা ভালো করার ক্ষুধা তাদের মধ্যে আছে।'
বল টেম্পারিংয়ের কারণে শাস্তিতে ভুগেছেন স্মিথও। ১৬ মাস পর সাদা পোশাকে ফিরে এজবাস্টনে দুই ইনিংসে তিনি করেছেন যথাক্রমে ১৪৪ এবং ১৪২ রান। ১৪ আগস্ট লর্ডস টেস্টেও কি এমন পারফর্মেন্স অব্যাহত রাখবেন স্মিথ?
কিছুটা রসিকতা করে ল্যাঙ্গার বলেন, 'তারাও মানুষ। তাদের শরীরে তো আর ব্যাটারি নেই। প্রতি ম্যাচের আগেই যে তারা ব্যাটারি রিচার্জ করে নেবে, বিষয়টি এমন নয়।'