অ্যান্ডারসনবিহীন ইংল্যান্ডকে ল্যাঙ্গারের হুমকি
ছবি: ছবিঃ- ইসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
পায়ের কাফ মাসলে ইনজুরির কারণে লর্ডস টেস্টে খেলবেন না ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। অভিজ্ঞ এই পেসারকে ছাড়া ইংল্যান্ডকে তুলনামূলক কম শক্তিশালী হিসেবেই বিবেচনা করছেন অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার।
বার্মিংহাম টেস্টের প্রথম ইনিংসের ডান পায়ের কাফ মাসলে চোটে পড়েন অ্যান্ডারসন। চার ওভার বল করে মাঠ ছাড়া অ্যান্ডারসন ছিটকে গিয়েছেন লর্ডস টেস্ট থেকেও।

ল্যাঙ্গার বলেছেন, 'ইংল্যান্ড জেমস অ্যান্ডারসনকে ছাড়া খেলতে নামবে, এটা আমরা জানি। সে তাদের সেরা খেলোয়াড়দের একজন। আমরা ভাগ্যবান যে সে প্রথম টেস্টে মাত্র চার ওভার বোলিং করেছিল।
লর্ডসের কন্ডিশন আলাদা। চাপও ভিন্ন। এই ম্যাচে আমরাই এগিয়ে থাকব। প্রথম টেস্ট জিতে আমরা আনন্দিত। তবে আমরা এখানে অ্যাশেজ জিততে এসেছি।'
চোটের কারণে ৩৭ বছর বয়সী অ্যান্ডারসন গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি। কাফ মাসলের সেই চোট অ্যাশেজ সিরিজেও বয়ে বেড়াচ্ছেন তিনি।
এদিকে অ্যান্ডারসনের বদলে লর্ডসে খেলতে নামবেন জফরা আর্চার। ইংলিশদের হয়ে সাদা পোশাকে এবারই অভিষেক হতে যাচ্ছে আর্চারের। ১৪ আগস্ট শুরু হবে লর্ডস টেস্ট।