বিসিসিআইয়ের নির্বাচক হতে চান শেহবাগ
ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচক হতে চান সাবেক ভারতীয় ওপেনার বিরেন্দর শেহবাগ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন একটি টুইট করেছেন তিনি।
এক সময়ের মারমুখী ওপেনার শেহবাগ লিখেছেন, 'আমি নির্বাচক হতে চাই। কে আমাকে একটি সুযোগ দিবে?'

এর আগে ২০১৭ সালে ভারতের কোচ হওয়ার জন্য ইন্টার্ভিউ দিয়েছিলেন শেহবাগ। যদিও পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে সেবার শেহবাগকে নিয়োগ দেয়নি বিসিসিআই। বরঞ্চ শেহবাগের জায়গায় কোচ হয়েছিলেন রবি শাস্ত্রী।
অবশ্য আইপিএলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তাঁর। কিংস ইলেভেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির হয়ে মেন্টরের ভূমিকা পালন করেছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে আগ্রাসী মেজাজের কারণে অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন শেহবাগ।
এ কারণে যে বার শেহবাগ কোচের পরীক্ষা দিতে গিয়েছিলেন সেবার তাঁকে বিসিসিআইয়ের যেকোনো পদে আবেদন করার জন্য পরামর্শ দিয়েছিল বিসিসিআই। এবার যদি তিনি নির্বাচক হওয়ার জন্য আবেদন করেন তাহলে বিসিসিআই কেমন প্রতুত্তর দেয় সেটাই এখন দেখার বিষয়।