অন্যরকম 'প্রথমের' অপেক্ষায় গেইল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম ক্যারিবিয়ান ক্রিকেটার হিসেবে ৩০০ ওয়ানডে খেলার দ্বারপ্রান্তে আছেন ওপেনার ক্রিস গেইল। ভারতের বিপক্ষে আজ পোর্ট অফ স্পেনে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামলেই এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। একই সঙ্গে গেইল ছাড়িয়ে যাবেন কিংবদন্তী ব্রায়ান লারাকেও।
বর্তমানে লারা এবং গেইলের ম্যাচ সংখ্যা সমান ২৯৯টি। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ২১তম ব্যাটসম্যান হিসেবে ৩০০ ওয়ানডে খেলার গৌরবও অর্জন করবেন ক্যারিবিয়ান ওপেনার।

শুধু তাই নয়, ম্যাচটিতে আর মাত্র ৭ রান করতে পারলে লারাকে টপকে ওয়ানডেতে শীর্ষ রান সংগ্রাহক হিসেবে নাম লেখাবেন গেইল।
বর্তমানে ২৯৯ ম্যাচে ১০ হাজার ৩৪২ রান নিয়ে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয়তে অবস্থান করছেন গেইল। তাঁর রয়েছে ২৫টি সেঞ্চুরি এবং ৫২টি হাফসেঞ্চুরি।
শীর্ষে থাকা লারা সমান সংখ্যক ওয়ানডেতে ১০ হাজার ৩৪৮ রান সংগ্রহ করেন। যেখানে ১৯টি সেঞ্চুরিসহ ৬২টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর।
তালিকার তৃতীয়তে আছেন আরেক ব্যাটিং কিংবদন্তী শিবনারায়ন চন্দরপল। ২৬৮ ম্যাচে ১১টি সেঞ্চুরি ও ৫৯টি হাফসেঞ্চুরিসহ ৮ হাজার ৭৭৮ রান সংগ্রহ করেন তিনি।