promotional_ad

মিয়াঁদাদকে ছাড়ানোর দ্বারপ্রান্তে কোহলি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||   


পোর্ট অফ স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়তে আজ মাঠে নামবে সফরকারী ভারত।


এই ম্যাচের আগে পাকিস্তানের কিংবদন্তী ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। 


ম্যাচটিতে আর মাত্র ১৯ রান করতে পারলেই মিয়াঁদাদকে টপকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়বেন কোহলি।



promotional_ad

ক্যারিবিয়ানদের বিপক্ষে ৬৪ ম্যাচে এক হাজার ৯৩০ রান সংগ্রহ করেছেন মিয়াঁদাদ। যেখানে কোহলি ৩৩ ম্যাচে এরই মধ্যে এক হাজার ৯১২ রান করেছেন।


এদিকে ভারতের ব্যাটিং কিংবদন্তী শচিন টেন্ডুলকারকে এরই মধ্যে অবশ্য ছাড়িয়ে গেছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ ওয়ানডেতে এক হাজার ৫৭৩ রান সংগ্রহ করেন শচিন।


এর আগে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় অপেক্ষা বাড়ে কোহলির। এবার সেই অপেক্ষা ঘুচানোর লক্ষ্যে মাঠে নামছেন তিনি।


ওয়ানডে ক্রিকেটের ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। ২৩৭ ম্যাচে ১১ হাজার ২৮৬ রান সংগ্রহ করেছেন তিনি। ৪১টি সেঞ্চুরি এবং ৫৪টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর।



কোহলির ওপরে এখন শুধুই রয়েছেন কিংবদন্তী শচিন। ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেন তিনি। ৪৯টি সেঞ্চুরি এবং ৯৬টি হাফসেঞ্চুরির মালিক তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball