promotional_ad

আমলা আমাদের পিতার মতোঃ ডু প্লেসি

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাশিম আমলা অবসর নেয়ার ঘটনায় দুঃখ ভারাক্রান্ত পুরো দক্ষিণ আফ্রিকা দল। অধিনায়ক ফাফ ডু প্লেসি তো রীতিমতো আমলাকে দলের পিতার আসনেই বসিয়ে ফেলেছেন!


টুইটারে ডু প্লেসি লিখেছেন, 'আমলা আমাদের দলের পিতৃতুল্য একজন। অনেক অভিজ্ঞতা, অনেক নম্রতা এবং সবসময় তোমার মুখে হাসি লেগেই থাকতো।


তুমি ছিলে আমাদের ব্যাটিং লাইনআপের শক্তি। তোমার কিংবদন্তিতুল্য ক্যারিয়ারের জন্য অভিনন্দন এবং ধন্যবাদ। আমরা অবশ্যই তোমাকে মিস করব।'



promotional_ad

আমলার বিদায়ের পর সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স লিখেছেন, ‘অবিশ্বাস্য ক্যারিয়ার আমলা। শুরুতে তোমাকে নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিল। 


তোমার লড়াই করা মানসিকতা, মানবিকতা এবং অসাধারণ প্রতিভা তোমাকে পাহাড়ের চূড়ায় তুলেছে এবং বিশ্বের অন্যতম সেরা বানিয়েছে।'


দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫ বছর খেলেছেন আমলা। আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ৩৪৯টি ম্যাচ। তিন ফরম্যাটের ক্রিকেটে তাঁর নামের পাশে রয়েছে ১৮ হাজার ৬৭২ রান। যেখানে ৫৫টি সেঞ্চুরি এবং ৮৮টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।


টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে এক ইনিংসে তিনশ রান করা একমাত্র ব্যাটসম্যান আমলা। লাল বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও ডানহাতি এই ব্যাটসম্যান।



ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৬০০০ এবং ৭০০০ রানের মাইকফলকগুলো সবচেয়ে কম ইনিংসে ছুঁয়েছেন আমলা।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball