আমলা আমাদের পিতার মতোঃ ডু প্লেসি
ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাশিম আমলা অবসর নেয়ার ঘটনায় দুঃখ ভারাক্রান্ত পুরো দক্ষিণ আফ্রিকা দল। অধিনায়ক ফাফ ডু প্লেসি তো রীতিমতো আমলাকে দলের পিতার আসনেই বসিয়ে ফেলেছেন!
টুইটারে ডু প্লেসি লিখেছেন, 'আমলা আমাদের দলের পিতৃতুল্য একজন। অনেক অভিজ্ঞতা, অনেক নম্রতা এবং সবসময় তোমার মুখে হাসি লেগেই থাকতো।
তুমি ছিলে আমাদের ব্যাটিং লাইনআপের শক্তি। তোমার কিংবদন্তিতুল্য ক্যারিয়ারের জন্য অভিনন্দন এবং ধন্যবাদ। আমরা অবশ্যই তোমাকে মিস করব।'

আমলার বিদায়ের পর সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স লিখেছেন, ‘অবিশ্বাস্য ক্যারিয়ার আমলা। শুরুতে তোমাকে নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিল।
তোমার লড়াই করা মানসিকতা, মানবিকতা এবং অসাধারণ প্রতিভা তোমাকে পাহাড়ের চূড়ায় তুলেছে এবং বিশ্বের অন্যতম সেরা বানিয়েছে।'
দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫ বছর খেলেছেন আমলা। আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ৩৪৯টি ম্যাচ। তিন ফরম্যাটের ক্রিকেটে তাঁর নামের পাশে রয়েছে ১৮ হাজার ৬৭২ রান। যেখানে ৫৫টি সেঞ্চুরি এবং ৮৮টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে এক ইনিংসে তিনশ রান করা একমাত্র ব্যাটসম্যান আমলা। লাল বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও ডানহাতি এই ব্যাটসম্যান।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৬০০০ এবং ৭০০০ রানের মাইকফলকগুলো সবচেয়ে কম ইনিংসে ছুঁয়েছেন আমলা।