স্মিথের জন্য বড় চ্যালেঞ্জ হবে আর্চারঃ ওয়ার্ন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন মনে করেন, রানের ধারায় থাকা স্টিভ স্মিথকে থামানোর সামর্থ্য রয়েছে জফরা আর্চারের। আইপিএলে রাজস্থান রয়্যালসের নেটে স্মিথ-আর্চার একে অপরকে মোকাবেলা করেছেন। আর তাই স্মিথকে ঘায়েল করার কৌশল জানা আর্চারের, ধারণা ওয়ার্নের।
ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন স্মিথ। চলমান অ্যাশেজের প্রথম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাঁর ১৪৪ এবং ১৪২ রানের ইনিংস দুটিতে ভর করেই স্বাগতিক ইংল্যান্ডকে ২৫১ রানে হারাতে পেরেছে অস্ট্রেলিয়া।

১৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া লর্ডস টেস্টে ১-০ তে পিছিয়ে থেকে নামবে ইংল্যান্ড। ছন্দে থাকা স্মিথকে থামাতে আসন্ন এই টেস্টে আর্চারের প্রয়োজন বলে মনে করছেন ওয়ার্ন।
ওয়ার্ন বলেন, 'এখন পর্যন্ত এই অ্যাশেজের তারকা স্টিভ স্মিথ। কিন্তু সতীর্থ বেন স্টোকস এবং জফরা আর্চারের সঙ্গে যোগ দিতে যাচ্ছে রয়্যালসের (রাজস্থান) জফরা আর্চার। অবশ্যই আমি চাই স্মিথ ছন্দে থাকুক এবং অ্যাশেজের বাকি ইনিংসগুলোতে সেঞ্চুরি করুক। কিন্তু যখন জফরা আসবে, আমি মনে করি তার (স্মিথ) জন্য এখন পর্যন্ত বড় চ্যালেঞ্জ আর্চার। আর এটাই পরবর্তী টেস্টে পার্থক্য গড়ে দিবে।'
এজবাস্টন টেস্টের প্রথম সকালেই চোট নিয়ে মাঠ ছাড়েন দলের অন্যতম অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। লর্ডসে টেস্টে খেলা হচ্ছে না ডানহাতি এই পেসারের। তাঁর ঘাটতি কিছুটা হলে কমাতে পারবেন আর্চার, মনে করছেন ওয়ার্ন।
'কেউই ঘণ্টায় ৯০ মাইল গতির বল মোকাবেলা করতে পছন্দ করে না। অ্যান্ডারসনের ছিটকে পড়া ইংল্যান্ডের জন্য অনেক বড় ঘাটতি। তাদের আর্চারকে দলে রাখা প্রয়োজন। আর্চার এবং স্মিথ নেটে একে অপরের মোকাবেলা করেছে অনেকবার। তাই আমার মনে হয় স্মিথকে কুপোকাত করার কৌশল জানে আর্চার।' বলেছেন তিনি।