promotional_ad

লারার রেকর্ড ভাঙলেন গেইল

ছবিঃ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমে দুর্লভ একটি রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড এখন গেইলের দখলে।


গতকালের ম্যাচটি ছিল ক্যারিবিয়ানের পোশাকে তাঁর ২৯৬তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। এই রেকর্ড গড়তে স্বদেশী কিংবদন্তি ব্রায়ান লারাকে পেছনে ফেলেছেন গেইল। লারা খেলেছেন ২৯৫টি ওয়ানডে।



promotional_ad

এ ছাড়া লারার আরেকটি রেকর্ড ভাঙার সুযোগ ছিল ৩৯ বছর বয়সী গেইলের। ক্যারিবিয়ানদের হয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় লারার পর আছেন গেইল। 


২৮৫ ইনিংস ব্যাট করে লারা করেছেন ১০ হাজার ৩৪৮ রান। ২৮৯ ইনিংসে গেইলের সংগ্রহ ১০ হাজার ৩৪২ রান। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে গেইল করেছেন চার রান।


বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ম্যাচটিতে ১১ রান করতে পারলেই লারাকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে পৌঁছে যেতে পারতেন গেইল। অবশ্য সেই সুযোগ হারিয়ে যায়নি তাঁর।



সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচে বা পরবর্তীতে খেলা কোনো ওয়ানডে ম্যাচে আর মাত্র সাত রান করতে পারলেই লারাকে অতিক্রম করে রেকর্ড গড়বেন গেইল।  


ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড অবশ্য গেইলেরই (২৫টি)। এই তালিকায় দ্বিতীয় স্থানে লারা (১৯টি)। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির মালিক লারা (৬২টি)। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শিবনারায়ণ চন্দরপল (৫৯ টি)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball