promotional_ad

নেতৃত্বের রাডারেও নেই স্মিথ!

ছবিঃ ক্রিকেট অস্ট্রেলিয়া
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্টিভ স্মিথকে নেতৃত্ব ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো চিন্তাই করছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মিডিয়াকে এই বিষয়ে জানিয়েছেন সিএ চেয়ারম্যান আর্ল এডিংস।


ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে বার্মিংহাম টেস্টের মধ্য দিয়ে প্রায় ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন স্টিভ স্মিথ। বল টেম্পারিংয়ে শাস্তিতে ভোগার পর এবারই সাদা পোশাকে নেমেছেন স্মিথ। 



promotional_ad

প্রথম টেস্টে দলকে জেতাতে ব্যাট হাতে দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়াও প্রশংসিত হয়েছে স্মিথের অধিনায়কত্ব। নিয়মিত অধিনায়ক টিম পেইনের সঙ্গে প্রতি মুহূর্তে কথা বলে বার্মিংহামে নেতৃত্ব সামলেছেন স্মিথ।


বল টেম্পারিংয়ের শাস্তি হিসেবে এক বছরের নিষেধাজ্ঞা ছাড়াও বাকি ক্রিকেটীয় জীবনে অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার যোগ্যতা হারিয়েছেন স্মিথ। তারপরেও বার্মিংহামে তাঁর চৌকস অধিনায়কত্ব দেখে সাবেক অজি ক্রিকেটাররা স্মিথকে নেতৃত্ব ফিরিয়ে দেয়ার ব্যাপারে মতামত দিয়েছেন। যদিও এই ব্যাপারে ভাবছে না সিএ।


'সে আমাদের রাডারেও নেই! আমরা পেইনের মতো অধিনায়ক পেয়েছি, যে খুব ভালোভাবে দল সামলে নিচ্ছে। স্টিভ শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই দলে ফিরেছে। আমরা বোর্ড সভায় অধিনায়ক হিসেবে স্মিথের নাম নেইনি। আমরা আনন্দিত স্মিথের মত ওয়ার্নার এবং বেনক্রফটও খেলায় ফিরেছে। 



সবাই একসঙ্গে খেলছে এটা দেখতেই আমাদের ভাল লাগছে। তারা সঠিকভাবে খেলছে কিনা এটাই আমরা দেখতে চাই, অন্যকিছু নয়। তাছাড়া পেইনের অধিনায়কত্ব ভালো হচ্ছে। এই ব্যাপারে বোর্ড এখনই কোনো আলোচনা করছে না।' বলেছেন সিএ চেয়ারম্যান এডিংস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball