promotional_ad

পিসিবির সিদ্ধান্তে হতাশ এবং আহত আর্থার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের পরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় মিকি আর্থারের। তবে এখনই দায়িত্ব ছাড়তে চাননি দক্ষিণ আফ্রিকান এই কোচ। আরও দুই বছরের জন্য চুক্তি বাড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করেনি পিসিবি। এতে বেশ হতাশ এবং আহত হয়েছেন আর্থার।


ইংল্যান্ড বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। যে কারণে সম্পূর্ণ কোচিং স্টাফে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। কিন্তু পাকিস্তান ক্রিকেটের জন্য নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন আর্থার, দায়িত্ব হারানোর পর বলেছেন তিনি। 



promotional_ad

দুঃখভারাক্রান্ত মনে বার্তা সংস্থা এএফপিকে আর্থার বলেন, 'আমি খুবই হতাশ এবং আহত। পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য আমি নিজেকে উজাড় করে দিয়েছি।'


২০১৬ সালের মে মাসে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেন আর্থার। তাঁর অধীনে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল ছিল পাকিস্তান। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্থারের অধীনেই শিরোপা জিতেছিল পাকিস্তান।


বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসির এক নম্বর দল পাকিস্তান। যেটা পাকিস্তানের জন্য অনেক বড় অর্জন বলে মনে করছেন আর্থার। 



'তারুণ্য নির্ভর একটি নতুন দল নিয়ে আমরা শিরোপা জিতেছিলাম। এ সময় আমরা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলও হয়েছিলাম। যা ছিল একটি বড় অর্জন।' বলেছেন তিনি।


আর্থারের অধীনে পাকিস্তান ২৮ টেস্টের মধ্যে ১০টিতে জয়ী হয়েছে, পরাজিত হয়েছে ১৭টিতে। ৬৮ ওয়ানডে খেলে পাকিস্তান জয় পেয়েছে ৩২টিতে, হেরেছে ৩৪টি। বাকি ম্যাচগুলো পরিত্যক্ত হয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball