পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রধান কোচ মিকি আর্থারের সঙ্গে চুক্তি নবায়ন করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এই পদের জন্য পিসিবির অন্যতম পছন্দ পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। পিসিবির বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ডিএনএ।
নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে প্রধান কোচের জন্য বিজ্ঞপ্তি দেবে পিসিবি। যদিও সেখান থেকে উপযুক্ত কাউকে পাওয়া যায় তাহলে মিসবাহকে ব্যাটিং কোচের দায়িত্বে রাখতে পারে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

পাকিস্তানের হয়ে ৭৫ টেস্ট, ১৬২ ওয়ানডে এবং ৩৯ টি-টোয়েন্টি খেলেছেন মিসবাহ। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ১১ হাজারের মতো রান রয়েছে তাঁর নামের পাশে।
শুধু প্রধান কোচ নয়, বোলিং কোচ আজহার মাহমুদ, ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার এবং ট্রেইনার গ্র্যান্ট লুডেনের সঙ্গেও চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
যে কারণে বোলিং কোচের দৌড়ে এগিয়ে আছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার মোহাম্মদ আকরাম। ২০১২ সালে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি।
বর্তমানে পাকিস্তানের ঘরোয়া দল হাবিব ব্যাংক লিমিটেডের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন আকরাম। পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্জাইজি পেশোয়ার জালমির প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি।