ওয়ানডে অধিনায়কত্ব হারাচ্ছেন ডু প্লেসি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাত নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করায় দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কত্ব হারাচ্ছেন ফাফ ডু প্লেসি। তবে টেস্টে যথারীতি দলকে নেতৃত্ব দেয়ার দায়িত্বে থাকবেন তিনি। 


ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ডু প্লেসির অধীনেই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ভারপ্রাপ্ত ক্রিকেট পরিচালক কোরি ভ্যান জিল এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। 


promotional_ad

এক সংবাদ সম্মেলনে জিল বলেন, 'ফাফ টেস্ট দলের অধিনায়ক হিসেবে থাকবে। ২০২৩ সাল পর্যন্ত আমাদের ক্রিকেট নিয়ে যে পরিকল্পনা সেটি নিয়ে আমাদের এখন আলোচনা করতে হবে। কিভাবে সিদ্ধান্ত নেয়া এবং বাস্তবায়ন করা যায় সেগুলো নিয়ে ভাবতে হবে।'      


২০২৩ বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে নতুন পরিকল্পনা সাজাতে যাচ্ছে সিএসএ বলেও জানিয়েছেন জিল। এই পরিকল্পনার অংশ হিসেবে নতুন অধিনায়ক নিয়োগ দিতে যাচ্ছেন তারা। দ্রুতই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।


জিলের ভাষ্যমতে, '২০২৩ সাল পর্যন্ত পরিকল্পনা করা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ২০২৩ সাল পর্যন্ত একটি কৌশল সাজাতে হবে। এর আওতায় থাকবে নতুন অধিনায়ক নিয়োগ দেয়া যাদের আমরা চাচ্ছি। আমাদের একটি সিলেকশন মিটিং আছে এবং আমরা প্রায় নিশ্চিত কে এই ব্যাপারে।'   


চলতি বছরের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এই সফরে তিনটি টি-টোয়েন্টি, তিনটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে তারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball