দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা অধিনায়ক ডু প্লেসি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। শনিবার (০৩ আগস্ট) প্রিটোরিয়ায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় তাঁকে।


এই নিয়ে প্রথমবারের মত দেশটির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার খ্যাতি লাভ করলেন ডু প্লেসি। প্রোটিয়াদের ১১তম ক্রিকেটার হিসেবে বর্ষসেরার ট্রফি জিতেছেন তিনি। সেই সঙ্গে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ও এসএ প্লেয়ার্স’ প্লেয়ার অব দ্য ইয়ারও হয়েছেন ডু প্লেসি।


২০০৪ সালে সর্ব প্রথম এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠান চালু করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। প্রথমবার বাজিমাত করেন দেশটির সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ২০১১ সালেও এই পুরষ্কার জিতেছেন তিনি।


এছাড়া মাখায়া এনটিনি (২০০৫ এবং ২০০৬), হাশিম আমলা (২০১০ এবং ২০১৩), এবি ডি ভিলিয়ার্স (২০১৪ এবং ২০১৫) এবং কাগিসো রাবাদা (২০১৬ এবং ২০১৮) দুবার করে জেতেছেন। 


একবার করে এই পুরষ্কার জিতেছেন শন পোলক (২০০৭), ডেল স্টেইন (২০০৮), গ্রায়েম স্মিথ (২০০৯), ভারনন ফিল্যান্ডার (২০১২) এবং কুইন্টন ডি কক (২০১৭)। সর্বশেষ এই পুরষ্কার জিতেছিলেন পেসার রাবাদা। 


পুরুষ ক্রিকেটারদের ছাড়াও নারী ক্রিকেটারদেরকেও সম্মাননা দেয়া হয় এখানে।  নারীদের ক্রিকেটে বর্ষসেরা নির্বাচিত হন ড্যান ভন নির্কেক। বিগত চার বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মত এই পুরষ্কার লাভ করেছেন তিনি। 


এছাড়া   বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক ডেভিড। মিলার বর্ষসেরা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটার ও সমর্থকদের চোখে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন কাগিসো রাবাদা।


promotional_ad

নিচে পুরস্কার বিজয়ীদের তালিকা দেওয়া হলো:


বর্ষসেরা ক্রিকেটার: ফাফ ডু প্লেসিস


বর্ষসেরা নারী ক্রিকেটার: ড্যান ভন নিকের্ক


বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: কুইন্টন ডি কক


বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: ফাফ ডু প্লেসিস


বর্ষসেরা টি -২০ আন্তর্জাতিক ক্রিকেটার: ডেভিড মিলার


খেলোয়াড়দের চোখে বর্ষসেরা খেলোয়াড়: ফাফ ডু প্লেসি


সমর্থকদের চোখে বর্ষসেরা খেলোয়াড়: কাগিসো রাবাদা


স্ট্রিটওয়াইস পুরস্কার: ডেল স্টেইন (প্রোটিয়াদের সর্বকালের সেরা উইকেট শিকারী)


বছরের সেরা ডেলিভারি: ভারনন ফিল্যান্ডার (আজহার আলীর আউট, প্রথম ইনিংস, তৃতীয় টেস্ট)


আন্তর্জাতিক পুরুষদের বর্ষসেরা নতুন ক্রিকেটার: রাসি ভন ডার ডুসেন


আন্তর্জাতিক নারী বর্ষসেরা নতুন ক্রিকেটার: তুমি সেখুখুনে


বর্ষসেরা ওয়ানডে নারী ক্রিকেটার: মেরিজান ক্যাপ


বর্ষসেরা নারী টি-২০ ক্রিকেটার: শাবনিম ইসমাইল



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball